স্টাফ রিপোর্টার : আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে চালু হচ্ছে দেশের প্রথম বিশ্বমানের অত্যাধুনিক রেলস্টেশন। অনন্য স্থাপত্যশৈলীর এ রেলস্টেশনটি এখন অনেকটা দৃশ্যমান। অনন্য স্থাপত্যশৈলীর এ যেন বিশাল আকৃতির এক ঝিনুক। পেটে মুক্তার দানা। তার চারপাশে পড়ছে স্বচ্ছ জলরাশি। এর মধ্যেই আসবে ট্রেন। দেশের প্রথম এই আইকনিক রেলস্টেশনের নির্মাণকাজ এখন প্রায় শেষ পর্যায়ে। দেখা যায়, কক্সবাজার সদরে ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়ায় নির্মাণাধীন ঝিনুক আকৃতির এ আইকনিক রেলস্টেশনটি দৃশ্যমান হয়েছে। কাজও প্রায় শেষ পর্যায়ে। স্টেশনটি দেখতে ঠিক বিশাল আকৃতির একটি ঝিনুকের মতো। এখন চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা। বড় আকৃতির ক্রেন, নির্মাণ সামগ্রীর ভারি যানবাহন ও শ্রমিকদের কর্মব্যস্ততায় দ্রæতগতিতে এগিয়ে চলছে নির্মাণকাজ। এর মধ্যে এই স্টেশন দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষ। সংশ্লিষ্টরা বলছে, আগামী সেপ্টেম্বরে চালু হচ্ছে দেশের প্রথম বিশ্বমানের অত্যাধুনিক ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশন। উল্লেখ্য ২০১৮ সালের জুলাই থেকে ঊনত্রিশ একর জমির ওপর ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এক লাখ ৮৭ হাজার ৩৭ বর্গফুটের আইকনিক স্টেশন ভবন। আর স্টেশন ভবনের পশ্চিম পাশে একসঙ্গে নির্মিত হয়েছে পাঁচতলা ২০টি ভবন।