স্টাফ রিপোর্টার : আনোয়ারায় নির্মাণের দুই মাসের মধ্যে দেবে গেল ব্রিজের সংযোগ সড়ক। ৯৭ লাখ ৬৭ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ব্রিজটি উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া আবদুল জলিল খালের উপরে নির্মিত হয়। সংযোগ সড়ক দেবে যাওয়ায় গাড়ি চলাচলে ঝুঁকি বেড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তায় কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে বারখাইন ইউনিয়নের শিলাইগড়া আবদুল জলিল খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যরে এই গার্ডার ব্রিজ নির্মাণ হয়। ব্রিজের দুই পাশে গাইড ওয়াল দিয়ে ইট বসানো হয়। ৯৭ লাখ ৬৭ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণকাজ গত দুই মাস আগে শেষ করে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু গত দুইদিনের বৃষ্টিতে ব্রিজের দুই পাশে ইট ও মাটি ধসে যায়। এতে করে ব্রিজের উপর গাড়ি তোলা বিপদজনক হয়ে পড়ে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাছের বলেন, ব্রিজের দুই পাশে সড়কের দেবে যাওয়া অংশ সাতদিনের মধ্যে মেরামত করে দিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়েছি।