স্টাফ রিপোর্টার : বোয়ালখালীতে একটি গরুর বাজারে ৩ নৈশপ্রহরী সহ বেঁধে রেখে ৫টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ২৭ জুন মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে।গরুগুলো বিক্রির জন্য এনেছিলেন কয়েকজন ব্যাপারি।
গরুর মালিক আবু তৈয়ব জানান, কোরবানি উপলক্ষে রংপুর থেকে কয়েকজন মিলে ২৪টি গরু এনেছিলেন। গরুগুলো ইউনিয়ন পরিষদ বাজারে তোলা হয়েছিল বিক্রির জন্য। এর মধ্যে ১৩টি গরু বিক্রি হয়ে যায়। সোমবার রাতে ১২-১৩ জন লোক এসে ৫টি গরু লুট করে নিয়ে যায়। এ সময় প্রহরীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ৩ জনের হাত পা বেঁধে রেধে মারধর করে। তিনি আরও বলেন, তারা গরু নিয়ে যাওয়ার জন্য ট্রাক নিয়ে এসেছিলেন। প্রতিটি গরুর দাম এক থেকে দেড় লাখ টাকা। এতে আমাদের প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। জিডিও করা হয়েছে। এ ঘটনায় গরু ব্যবসায়ীদের পক্ষ থেকে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করলেও এমন কোনো অভিযোগ আসেনি বলে দাবি করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি জানান, গরু চুরির কোনো খবর পাইনি। এ নিয়ে থানায়ও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।