• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

যারা বিরোধ করে তারা প্রকৃতপক্ষে কোন ধর্মেরই অনুসারী নয়: প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রদায়গত কোন বিরোধ নেই। যারা বিরোধ করে তারা প্রকৃতপক্ষে কোন ধর্মেরই অনুসারী নয়। আমাদের সকলের অন্তর থেকে পাপ হিংসা ঘৃণা দুর করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার আইনজীবী সমিতি মিলনায়তনে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ আয়োজিত বিজয়া সম্মিলন ২০২৪-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে আইনজীবীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, এ দাবি বহু পূরনো। যৌক্তিক এ দাবি এতদিন কেন পুরণ হলো না, পূর্বসূরীদের সাথে আলোচনা করে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিষদের সভাপতি এ্যাডভোকেট তরুণ কিশোর দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে বক্তৃতা করেন চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা, মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুল নুর দুলাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সম্পাদক এ্যাডভোকেট এ এস এম বজলুর রশীদ, পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সমন্বয়ক এ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী প্রমূখ। সভায় আশীর্বাদক ছিলেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের মহারাজ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পূরী মহারাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ