স্টাফ রিপোর্টার, ফটিকছড়ি: চাঁদা আদায়ের সময় দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সম্পাদক জামাল উদ্দিনকে গণপিটুনি দিয়েছে বটতলী বাজারের ব্যবসায়ীরা। জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা যুবলীগের সাঃ সম্পাদক জামালকে আজ ২৮ জানুয়ারি রোববার সকালে ইউনিয়ন বটতলী বাজারে চাঁদা আদায়ের সময় জামাল উদ্দিনকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে চাঁদা আদায়ের টাকা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান ইউনিয়নের বেতুয়া দাউদের টিলার বাসিন্দা আব্দুল খালেক প্রকাশ ননা মিয়ার সন্তান জামাল উদ্দিন দাঁতমারা ইউনিয়নে চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করে আসছেন দীর্ঘদিন যাবত। তার বিরুদ্ধে বয়স্ক ভাতা কার্ড, সরকারী ঘর পাইয়ে দিবে বলে ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও জমি দখলসহ তার বেশ কয়েকটি মামলা রয়েছে। বনবিভাগ জানিয়েছে বেতুয়া ও দাঁতমারা বনবিটের সরকারী জমি দখল করে স্থাপনা নির্মাণ করে আবার তা বিক্রি করে আসছে এউ জামাল উদ্দিন। বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ে রাখতে যখন তখন সশস্ত্র মহড়া দিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যেত জামাল উদ্দিন। এই জামালের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ ছিলো স্থানীয় এলাকাবাসী। বছরের পর বছর এখানকার এই গডফাদার জামাল উদ্দিন গ্রুপ ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী ভূক্তভোগীরা।