• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

চকবাজার কাঁচাবাজারসহ ছয়টি বাজারের ইজারা বাতিল

অনলাইন ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাকা পরিশোধ না করায় চকবাজার কাঁচাবাজারসহ ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বাজারগুলো নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে রাজস্ব বিভাগ। ইজারা বাতিল হওয়া ছয়টি বাজার হলো, বহদ্দারহাট, চকবাজার, পোস্তরপাড়, সাগরিকা গরু বাজার, কাজীর হাট ও আব্দুল মাবুদ সওদাগার হাট। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধতা ছিল। তবুও ইজারাদারেরা ইজারামূল্য জমা দেননি। সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইজারামূল্য জমা না দেওয়ায় ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ