• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]

হাটহাজারী পৌরসভা এলাকায় ১৭ বসতঘর পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ায় অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লাখ টাকা বলে ধারণা করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। ৮ মার্চ শুক্রবার হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ার ইব্রাহিমের কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কলোনিতে। এতে পুড়ে গেছে ১৪টি পরিবারের অন্তত ১৭টি বসতঘর। ক্ষতিগ্রস্ত কলোনির মালিক ইব্রাহিম জানান, এ ঘটনায় আমার অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের আরও অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাহায্য-সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ