স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন পূর্ব কাঠগড় এলাকায় পুকুরে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৩ বছর। এর মধ্যে রিসবান সালেহ আরিশ মো. নাছির উদ্দিনের ছেলে এবং ফায়রুজ উলফাত ওয়াজিহা মো. নেজাম উদ্দিনের মেয়ে। ১১ মে বৃহস্পতিবার সকালে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের ৩ তলা মসজিদের পাশে মুছা কনট্রাক্টরের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গোসল করতে নেমে ডুবে যায় তারা। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল চিকিৎসার জন্য নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।