• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

সন্দ্বীপে উপ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : স›দ্বীপ উপজেলায় পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী সহিংসতায় দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, কালাপানিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের ও তাঁর বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. পারভেজ।
তারা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নির্বাচনের পর গত ২৫ মে বৃহস্পতিবার রাতে কালাপানিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য আবদুল কাদের ও তাঁর বড় ভাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. পারভেজের ওপর এই হামলা হয়।
নির্বাচনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান ফুলমিয়ার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। এ সময় তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা একাধিক ব্যক্তিকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ