স্টাফ রিপোর্টার : পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহেদুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
গত ১ জুন বৃহস্পতিবার রাত দশটার দিকে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন সরকার এর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, টাকা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে ১০-১২ জন একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রাম নানার বাড়ীর সামনে শাহেদুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।