• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম:

সকাল ৮টায় চট্টগ্রামে ঈদের প্রধান জামাত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি এবং জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবারের ঈদুল আজহার প্রধান ঈদ জামাত স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে টির প্রস্তুতি সভায় গতকাল এই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাকিব হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম সভায় এবারের ঈদের প্রধান ঈদ জামাত সকাল ৮টায় এবং জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আজহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে বলেও জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, ইরফান আলী ভূইয়া, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, মীর ফজলে আকবর শাহজাহান, টি.এম মাহবুব, ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান। উপস্থিত ছিলেন নজমুল হক চৌধুরী, মোরশেদুল আলম কাদেরী, মো. ইরশাদ আলী ভূইয়া, জামাল উদ্দিন জেলা নাজির, ডা. মো. ছমি উদ্দিন, ডা. মো. সাইফুদ্দিন, সাংবাদিক এসএম জামাল উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ