• শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

তিন দিনের টানা বর্ষণে কোমর পানির নিচে চট্টগ্রাম মহানগর

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার : তিন দিনের টানা বর্ষণে কোমর পর্যন্ত পানিতে ডুবে আছে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা। হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। রাস্তাঘাটে পানি জমে থাকায় অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। লোকজনকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।

বৃষ্টিতে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, মোহাম্মদপুর, বাকলিয়ার বিভিন্ন এলাকা, কেবি আমান আলী রোড, চান্দগাঁওয়ের শমসের পাড়া, ফরিদার পাড়া, পাঠাইন্যাগোদা, মুন্সীপুকুর পাড়, হালিশহর, আগ্রাবাদ সিডিএ, শান্তিবাগ আবাসিক এলাকা, ছোটপোল, ফিরিঙ্গিবাজার, রিয়াজ উদ্দিন বাজার, তিন পোলের মাথা। পাশাপাশি খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি বাজারের আড়তগুলোতেও পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টার আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৮ মিলি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এই মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ