স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অনেক স্থান এখনও পানিরে নিচে। এর মধ্যে চন্দনাইশের কিছু এলাকায় পানি বেশি। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কসাইপাড়া পাঠানিপুল এলাকায় দীর্ঘ এক কিলোমিটার সড়ক ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার ভোর থেকে এই মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিছু কিছু যানবাহন বিকল্প সড়ক বাঁশখালী হয়ে কক্সবাজার এবং চট্টগ্রাম শহরে আসা যাওয়া করছে।
জানা গেছে, চন্দনাইশের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে গেছে। এ কারণে সোমবার রাত থেকে যানবাহন চলাচল কমে গেছে। মঙ্গলবার ভোর থেকে যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। সড়কের কিছু অংশ পানিতে ডুবে থাকায় এখনও যানবাহন চলাচল সচল হয়নি। চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গতকালের চেয়ে পানি কিছুটা কমলেও এখনও সচল হয়নি যানবাহন চলাচল। অন্তত এক কিলোমিটার এলাকায় পানি রয়েছে। সড়কের দুই পাশে কক্সবাজারগামী এবং চট্টগ্রামগামী যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গাড়িগুলো পানি কমার অপেক্ষায় রয়েছে।