স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে ৫ মামলায় সাজাসহ ৭ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। ধৃত আসমির নাম মো.নিজাম উদ্দিন (৫০)। সে ৫ টি মামলায় সাজাসহ মোট ৭ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। ২৯ জানুয়ারি সোমবার বিকেলে চান্দগাঁও থানার এসআই সোহেলের নেতৃত্বে চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানিক টিম বায়েজিদ থানাধীন মোজাফফর নগর এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক থাকা ৫টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানাভুক্ত আসামি মো.নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির বলেন, গ্রেফতারকৃত ঐ ব্যক্তি মোট ৭টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে মর্মে অভিযোগ রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।