স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালীতে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত হওয়ার পর লরিটি পাহাড়ের খাদে পড়ে যায়।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার সাপছড়ি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মো. হানিফ নামে একজনের পরিচয় জানা গেছে। আহতরা হলেন- সৈকত চাকমা এবং সিএনজি চালক মো. নুরুল আমিন। এর মধ্যে নুরুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর। প্রতক্ষদর্শীরা জানান, সকালে একটি সিএনজি অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল।
এমন সময় লরিটিও চট্টগ্রাম যাওয়ার পথে সাপছড়ি কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, লরিটি সিএনজিকে চাপা দিয়ে ৪০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুজনের মৃত্যু হয়।