• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

২৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার: মীরসরাইয়ের ২৪ কেজি গাঁজাসহ শংকর শীল (৪৪) নামের একজনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলার বারইয়ারহাট পৌরসভাধীন বারইয়াহাট রেল স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মাগুরা জেলার শালিখা থানার তিলখড়ি এলাকার নরেন্দ্র নাথ শীলের সন্তান। বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, উদ্ধারকৃত গাঁজার চালান খাগড়াছড়ি পার্বত্য জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ কেজি গাঁজাসহ আসামী শংকর শীলকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ