স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর বায়েজিদ টেক্সটাইল মোড় এলাকায় জুতা তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ২৯ মার্চ শুক্রবার বিকাল ৪ টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বায়েজিদ ফায়ার স্টেশন কন্ট্রোল রুমের ফায়ারকর্মী শিবলি সাদিক জানান, কোরিয়ান মালিকানাধীন রং দ্য ইন্টারন্যাশনাল নামের ওই কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।