স্টাফ রিপোর্টার: ওমানের সুপার মাকের্ট থেকে ১৮ লাখ চুরি করে পালিয়ে এসেছে চট্টগ্রাম নগরের কাট্টলীর বিজয় নাথ। জানাগেছে, ওমানের বাংলাদেশী প্রবাসী ব্যবসায়ী উত্তম নাথের সুপার মাকের্টের ক্যাশের তালা ভেঙ্গে ১৮ লক্ষ টাকা চুরি চট্টগ্রাম মহানগরীর ১১ নং দক্ষিন কাট্টলী ওয়ার্ডের বনিক পাড়া সংলগ্ন নাথ পাড়ার বিজয় নাথ চট্টগ্রামে পালিয়ে এসেছে। ভুক্তভোগী প্রবাসী ব্যবসায়ী উত্তম নাথ উপায়ান্তর না দেখে রয়েল ওমান পুলিশ ও বাংলাদেশ দুতাবাসে অভিযোগ দিয়েছেন। জানা গেছে, প্রতারক বিজয় নাথ চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বশির শাহ মাজার এলাকার বনিক পাড়া সংলগ্ন মৃত নিগমানন্দ নাথ বাদলে ছোট ছেলে। প্রতারক বিজয় নাথ ওমানের সেনো এলাকায় অবস্থিত বাংলাদেশী প্রবাসী চট্টগ্রামে জেলার হাটহাজারী উপজেলার কাটিরহাটের বাসিন্দা তার মামার এক বন্ধু উত্তম নাথের সুপার মাকের্টে চাকুরি নেয়। সেখানে চাকুরি করতে গিয়ে উত্তম নাথের সুপার মাকের্টটির ক্যাশের লকার ভেঙ্গে ওমানী মুদ্রায় ৬ হাজার রিয়েল যার বর্তমান বাংলাদেশী মুদ্রায় ১৮ লক্ষ টাকা চুরি করে ওমান থেকে দুবাই হয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এ বিষয়ে রয়েল ওমান পুলিশের নিকট অভিযোগ দিয়েছেন সুপার মাকের্টটির মালিক বাংলাদেশী প্রবাসী উত্তম নাথ। জানাগেছে সুপার মাকের্টের মালিক বাংলাদেশী প্রবাসী উত্তম নাথ নামের ব্যক্তি প্রতারক বিজয় নাথের মামা উৎপল নাথের ঘনিষ্ঠ বন্ধু। জানা গেছে, বর্তমানে প্রতারক বিজয় নাথ বাংলাদেশে অবস্থান করে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জমি বিক্রি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। প্রতারক বিজয় নাথ বার বার স্থান পরিবর্তন করে নানাভাবে পরিচয় দিয়ে দেশি বিদেশীদের সাথে প্রতারনা করে আসছে দীর্ঘদিন যাবত। এদিকে প্রতারক বিজয় নাথ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানকালীন সেখানকার ৯ জন প্রবাসীকে কাতারে ভিসা দেয়ার কথা বলে ২২ লক্ষ টাকা সংগ্রহ করে। সবাই তাকে বিশ্বাস করে তাদের লাখ লাখ টাকা তার হাতে তুলে দেয়। এ বিষয়ে অভিযোগ দিয়েছেন ওমানস্থ বাংলাদেশ দুতাবাসেও অভিযোগ দিয়েছেন নিরীহ ভুক্তভোগীরা। জানা গেছে, বর্তমানে প্রতারক বিজয় নাথ বাংলাদেশে অবস্থান করে ভূয়া দলিলের মাধ্যমে অন্যের জমি বিক্রি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে পলাতক রয়েছে। প্রতারক বিজয় নাথ বার বার স্থান পরিবর্তন করে নানাভাবে পরিচয় দিয়ে দেশি বিদেশীদের সাথে প্রতারনা করে আসছে দীর্ঘদিন যাবত। প্রতারক বিজয় নাথের কাছে অর্থ খুইয়েছেন এমন ৯ ব্যক্তি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়েছে এ প্রতিবেদকের সঙ্গে। ভুক্তভোগীরা দেশ ও প্রবাসে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও ওমান ও কাতারস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।