স্টাফ রিপোর্টার: সাংবাদিক মিশু দাশ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান যুব ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। গত ৪ মে এওচিয়া ব্রহ্মময়ী কালীবাড়িতে অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও মহিলা ঐক্য পরিষদের যৌথ বর্ধিত সভা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়। উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দাশের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাড. প্রদীপ কুমার চৌধুরী। বক্তব্য রাখেন সাজীব বৈদ্য, প্রণব দাশগুপ্ত, রূপসী দাশ, গৌতম দাশ, আশুতোষ চক্রবর্ত্তী, রাজীব ধর, রিপন দাশ সুজন, ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, শান্তা ভট্টাচার্য্য, রত্না বিশ্বাস, সৈকত পালিত, উত্তম দাশ, চিন্ময় দাশগুপ্ত, লিটন আচার্য, রুবেল দাশ, সম্পদ দাশ, ডা. চন্দন দাশগুপ্ত, পোপন ধর, তরুলতা ধর, রঞ্জন বৈদ্য, সঞ্জয় বিশ্বাস ,জয় দাশ,আবির দাশ, বিজয় বড়ুয়া প্রমুখ। ২য় পর্বে দেবাশীষ দাশ নয়নকে আহ্বায়ক, মিশু দাশকে যুগ্ম আহ্বায়ক ও সৈকত পালিত রাসেলকে সদস্য সচিব করে যুব ঐক্য পরিষদ এবং মেম্বার শান্তা ভট্টাচার্যকে আহ্বায়ক ও মেম্বার রত্না বিশ্বাসকে সদস্য সচিব করে মহিলা ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা কমিটি গঠন করা হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান যুব ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় মিশু দাশ জানান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান যুব ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটিতে আমাকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।