স্টাফ রিপোর্টার: লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর এক কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ন্ত্রণে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুন লায়েল বলেন, গতকাল বৃহস্পতিবার ৩০শে মে রাতে উপজেলার আধুনগরে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম চৌধুরীর নির্বাচনী প্রচারণা সভার ব্যানারে প্রার্থীর ছবি ও প্রতীক ছাড়াও স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার ছবি সংযুক্ত করা হয়। যা নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন। এই অপরাধে খোরশেদ আলম চৌধুরীর কর্মী আলী আহমদকে উপজেলা নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে ৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।