স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে মাদক সেবনের টাকা না দেওয়ায় নিজ মাকে নির্মমভাবে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে ওমর ফারুক (২৩)। ২ জুন রবিবার অনুমানিক ১১টার দিকে পাহাড়তলী থানার ভেলোয়ার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত রীনা আক্তার ওরফে চন্দনা (৪০) সেখানকার ডা. মোহাম্মদ আলী বাড়ি এলাকার বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। জানা যায়, উচ্চ মাধ্যমিক পড়ুয়া কলেজ ছাত্র ওমর ফারুক তার মায়ের কাছে নেশা টাকা চেয়ে টাকা না পাওয়ায় কুপিয়ে মাকে হত্যা করে। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ বলেন, বটি দিয়ে কুপিয়ে ওমর তার মাকে হত্যা করেছে। সে ভাটিয়ারী এলাকার একটি বেসরকারি কলেজে পড়ে। আমরা ওমরকে গ্রেপ্তার করেছি।