• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আজ শনিবার খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আজ ৮ এপ্রিল শনিবার সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত খাগড়াছড়ি শহরের বাস টার্মিনাল এলাকায় এই বিধিনিষেধ জারি থাকবে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। মাহফিল ও সমাবেশ চলাকালীন আইনশৃঙ্খলা অবনতি হতে পারে। তাই শনিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ