ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে পরিবেশ বিনষ্টকারী গডফাদার আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবি মানববন্ধন করেছে বেলাসহ পরিবেশবাদী সংগঠন। ৯ এপ্রিল রবিবার নগরের খুলশীর জাকির হোসেন রোডের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন নেতৃবৃন্দরা। মানববন্ধনে বক্তারা বলেন, নগরে অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি, পরিবেশ ধ্বংস করা এবং পাহাড় ধসে প্রাণহানির সকল কারণই পরিবেশ বিনষ্টকারী ‘গডফাদার’ জহুরুল আলম জসিম। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে পরিবেশ বিধ্বংসী কাজ চলতে থাকবে।
এদিকে অভিযোগের বিষয়ে চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, যে কাজের জন্য আমাকে গ্রেপ্তার করতে তারা দাবি জানিয়েছে সেটা সিটি করপোরেশনের কাজ। এ নিয়ে সিটি করপোরেশনের মেয়র বক্তব্য দিয়েছেন। তাই আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না। জানা গেছে, পাহাড় কাটার অভিযুক্তের তালিকায় কাউন্সিলর জসিমের নাম বহু আগে থেকেই। চট্টগ্রামে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার পর এবং সবশেষ গত ৭ এপ্রিল চট্টগ্রাম আকবরশাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহতের ঘটনায় আবারও উঠে এসেছে তার নাম।