স্টাফ রিপোর্টার : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পাবলিক পরীক্ষা শেষে পাহাড়ের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেখানে জরুরি ভিত্তিতে শিক্ষক পদায়ন করা হবে। ২৮ এপ্রিল শুক্রবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উৎসবের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে মেধাবীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকটের দীর্ঘমেয়াদি সমস্যার সামধান করা হবে। পাহাড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পদায়ন করা শিক্ষকরা যেন বদলি হতে না পারেন সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক এসএম রবিউল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মাইন উদ্দিন ছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল অবেদীন, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার ও রাজকুমার সুইচিং প্রু।