স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের কর্ণফুলী থানার দৌলতপুর এলাকায় একটি বসত বাড়ির ২য় তালায় গাঁজা রেখে ক্রয় বিক্রয় করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি দল গত ২ মে মঙ্গলবার অভিযান চালাতে গেলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী মোছাঃ মুনজুরা (৪৬), স্বামী- মোঃ আজিজ, সাং- বড়মা, থানা- চন্দনাইশ, জেলা চট্টগ্রামকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার বেড রুমের খাটের নিচ হতে আসামীর নিজ হাতে বের করে দেয়া মতে ৩ টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ৩০ কেজি গাঁজা। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফেনী জেলার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে তার বর্তমান ভাড়া বাসায় রেখে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, ধৃত আসামীর পরিবারের অন্যান্য সদস্যরাও মাদক ব্যবসার সাথে জড়িত। তার স্বামী এবং বোনকেও ইতোপূর্বে মাদক দ্রব্যসহ র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।