• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুপস্থিত ১৯৫৮, বহিষ্কার ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৭ মে, ২০২৩

স্টাফ রির্পোটার : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান (এসএসসি) পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯৫৮ জন পরীক্ষার্থী এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রামর জেলার একটি কেন্দ্রের একজন এবং রাঙামটি জেলার একটি কেন্দ্রের একজনসহ মোট দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ৭ মে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করে বলেন। চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৯ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৪৭ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর হার শতকরায় ১ দশমিক ৩১ ভাগ প্রায়। এরমধ্যে চট্টগ্রামে ১ লাখ ৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৩ হাজার ২২৭ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২৮২ জন। কক্সবাজারে ২২ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২২ হাজার ৫৩৭ জন এবং অনুপস্থিত ছিল ৩৫০ জন। রাঙামাটি জেলায় ৭ হাজার ৯২৩ জনের মধ্যে অংশ নেয় ৭ হাজার ৮৩২ জন। অনুপস্থিত ছিল ৯১ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৯ হাজার ১৫৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ১৩ জন এবং অনুপস্থিত ছিল ১৪০ জন। বান্দরবান জেলায় ৫ হাজার ১১৭ জনের মধ্যে অংশ নেয় ৫ হাজার ২২ জন এবং অনুপস্থিত ছিল ৯৫ জন পরীক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ