স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন আবু সাঈদ মারজান। চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন। মঙ্গলবার ৯ মে শাখা ছাত্রলীগের প্যাডে আবু সাঈদ মারজানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে মারজান উল্লেখ করেন, চবি ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীর ঘাম এবং রক্তের উপর প্রতিষ্ঠিত একটি ইউনিট। দুই জন ব্যক্তির ক্রমাগত নোংরা কাজের মাধ্যমে এই ইউনিটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এর তীব্র নিন্দা জানাই এবং স্বেচ্ছায় আমার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি। আবু সাঈদ মারজান বলেন, কমিটি গঠনের শুরু থেকে সভাপতি-সাধারণ সম্পাদক বিতর্কিত কাজ করে যাচ্ছে। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাদের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। তাদের ছাত্রত্ব নেই। তবুও নতুন কমিট গঠনের উদ্যোগ নেই। তাই স্বেচ্ছায় এ কমিটি থেকে পদত্যাগ করেছি। এছাড়া কেন্দ্রীয় দপ্তর সেলে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও বলেন তিনি।