এবার রমজানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টির আয়োজন করা হবে না। তার বদলে ইফতার পার্টি আয়োজনের টাকা ও খাবার অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। সোমবার (২৭ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমরা রমজান ইফতার পার্টি করতাম। এবার রমজানে আমরা ইফতার পার্টির না করে সব টাকা ও খাবার সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শেখ হাসিনা বলেন, আমরা মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণে কাজ করি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের মানুষকে কী দিয়েছে? কিছু দিতে পারেনি। তারা শুধু নিজেরা নিয়েছে। কী পরিমাণ নিয়েছে আগেই বলেছি, আর বলতে চাই না। সরকার প্রধান আরো বলেন, ‘তারা (বিএনপি) এই রমজান মাসেও আন্দোলনের ঘোষণা দিয়েছে।’ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘অন্তত এই রমজান মাসে তো জনগণকে আন্দোলন থেকে নিস্তার দেন।’
শেখ হাসিনা আরো বলেন, যারা রমজান মাসে মানুষকে গুলি করে হত্যা করে, তারা রমজান মাসের প্রতি সম্মান দেখাবে কি করে? তাইতো তারা এই মাসে আন্দোলনের ডাক দিয়েছে। পবিত্র রমজান মাস ও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোন অনুভূতিই নেই।