• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে জোড়া খুন, গ্রেপ্তার ৮

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে ছুরিকাঘাতে জোড়া খুনের ঘটনায় জড়িত মূলহোতা মো. ইলিয়াছ মিঠুসহ (৪৫) আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৮ মে রাতে চট্টগ্রাম ও কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি সাতজন হলেন মো. ইলিয়াছ মিঠু (৪৫), আব্দুর রহিম ওরফে কার্তিক বনিক (২৯), বিপ্লব মল্লিক ওরফে মো. বিপ্লব (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মো. শামীম (২৮), সাগর দাশ (২০) এবং রবিউল হাসান হৃদয় (১৬)। পুলিশ জানায়, সোমবার ৮ মে সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের গেটের সামনে তুচ্ছ বিষয় নিয়ে সিরাজুল ইসলাম শিহাব নামে এক কিশোরের সঙ্গে তার আগের পরিচিত রবিউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে রাতে ৮টার দিকে মীমাংসার জন্য স্থানীয় শ্রমিক লীগ নেতা ইলিয়াছ সবাইকে পাহাড়তলীর বিটেক গলিতে যেতে বলে। সবাই সেখানে গেলে প্রাথমিক আলোচনার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে পিছন থেকে অজ্ঞাত কয়েকজন ভিকটিম মাসুম ও সজীবের পায়ে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হলে তাদের সঙ্গীরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এরপর পরই অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা ইলিয়াছকে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে এবং বাকি ৭ জনকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার ওসি (তদন্ত) রোজিনা আক্তার বলেন, জোড়া খুনের ঘটনায় মূলহোতা ইলিয়াছসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ