স্টাফ রিপোর্টার: সুজিত চাকমা আর খ্যাইসাঅং মারমা, পাহাড়ি এই দুই যুবক থাকেন চান্দগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকায়। ভবনের একটি ইউনিট ভাড়া নিয়ে থাকেন দুজনে। তবে শহরের মানুষকে পাহাড়ি মদের চাহিদা পূরণে নিজেরাই বানানো শুরু করেন। আর সেই মদ বিক্রি করতেন চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। এক হাজার লিটারেরও বেশি মদ ও মদ তৈরির সামগ্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৮ মে মধ্যরাতে মৌলভী পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪২ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার উজানছড়ি এলাকার মৃত মংবা মার্মার ছেলে খ্যাইসাঅং মার্মা (৫২) ও বান্দরবান জেলার রোয়াংছড়ি থানার মৃত অংমেরাচার ছেলে সুজিত চাকমা মাঝি (৪৭)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ‘নগরীর মৌলভী পুকুর পাড় রিয়াজউদ্দিন উকিল সড়কের পাশে একটি ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৪২ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় দুজনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।’