স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে বহিষ্কার এবং মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ। বিক্ষোভ মিছিলে চবি ছাত্রলীগের একাধিক গ্রুপের নেতাকর্মীরা অংশ নেন। বুধবার ১০ মে দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়ি থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের একটি নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেও রুবেল কর্মীদের দিয়ে পা টেপাচ্ছেন এমন ছবিও ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় রুবেলের জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্বে থাকার অধিকার হারাচ্ছেন বলে মন্তব্য করেন নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয়, সহ-সভাপতি মইনুল ইসলাম রাসেল, সহ-সভাপতি আবরার শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাজিদ মোস্তফা আশফি, অর্থ-সম্পাদক মাহির মোহাম্মদ মাহফুজ ও নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম পিনন। সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় জানান, সম্প্রতি ছাত্রলীগ সভাপতির একটি আপত্তিকর ছবি ভাইরাল হয়েছে। এর আগেও তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে শাখা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করেছেন। কিন্তু তার বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যাবস্থা নেওয়া হয়নি। বারবার অনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করতে হবে। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করতে হবে। নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক সাজ্জাদ আনাম পিনন জানান, এক সময় শিবিরের মিনি ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত এই ইউনিটকে ছাত্রলীগের আবাসভূমি করতে অসংখ্য নেতাকর্মী রক্ত দিয়েছেন। তাদের রক্তে রঞ্জিত এই ইউনিট একজনের কাজের জন্য বারবার কলুষিত হতে পারবে না। চবি ছাত্রলীগের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট আবেদন জানাই। উল্লেখ্য, ২০১৯ সালে ১৪ জুলাই রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এক বছর মেয়াদি এই কমিটির বয়স বর্তমানে প্রায় ৪ বছর শেষ হলেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেই।