• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রামে বৃষ্টি, কিছু কিছু এলাকায় গ্যাস-বিদ্যুৎ নেই

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। রবিবার ১৪ মে সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তবে বাতাস তেমন নেই। নগরীসহ জেলার কোথাও কোথাও বিদ্যুৎ ও গ্যাস নেই। বন্ধ রয়েছে চট্টগ্রামের অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাম তৎচঙ্গা জানান, ঘূণিঝড় মোখা বর্তমানে চট্টগ্রাম থেকে প্রায় ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দুপুর ২টা থেকে ৩টার পর ঘূর্ণিঝড় মোখা পুরোপুরি আঘাত হানার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় অতিক্রম করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে। উপকূলীয় উপজেলা বাঁশখালী উপজেলার খনুয়া ইউনিয়নে সকাল থেকে মাঝারি আকারে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ আছে। এখানকার অধিকাংশ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে। যারা আশ্রয়কেন্দ্রে যাননি তাদের অনেকেই ঘরের মালামাল নিরাপত্তার জন্য আশ্রয়কেন্দ্রে রেখে এসেছে। নিরাপদ স্থানে গরু-ছাগল নিয়ে গেছেন বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ