স্টাফ রিপোর্টার : নগরের পাহাড়তলীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে পাহাড়তলী থানাধীন নতুনবাজার সড়কের গলির মুখে এ ঘটনা ঘটে। নিহত আজাদ (৩০) নতুনবাজার এলাকার মো. লাডু ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, আজাদ একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে চাকরি করতেন। দায়িত্ব পালন শেষে ভোরে বাসায় ফিরছিলেন। বাসার সামনেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনা দেখে তার বোন চিৎকার করলে আমরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগে রাজু ও ওসমান সহ আরও দুইজন তাকে ছুরিকাঘাত করে বলে জানিয়েছেন নিহত আজাদ। তার কারখানার পাশে রাস্তায় প্রস্রাব করতে বাধা দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। এদিকে এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। আধঘন্টা পর পুলিশ এসে তাদের সরিয়ে দেন। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ভোর ৫টার দিকে আহত অবস্থায় আজাদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।