• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম আদালতে স্বর্ণ চোরাচালান মামলায় একজনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার : দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা আরিফ মঈনুদ্দীন নামে এক যাত্রীর কাছ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধারের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৮ মে) চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগমের আদালত এ রায় দেন।

মামলার নথি থেকে জানা যায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০১৫ সালের ২৩ ফেব্রæয়ারি দুবাই থেকে একটি ফ্লাইট চট্টগ্রামে আসেন আরিফ মঈনুদ্দীন। বিমানবন্দরে তার একটি টর্চলাইটের ব্যাটারি রাখার স্থান থেকে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর ১২টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসব বারের ওজন ছিলো ১ কেজি ৪০০ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ বলেন, স্বর্ণ চোরাচালান মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আরিফ মঈনুদ্দীনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। আদালতে ৯ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পিপিকে মামলা পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারহানা রবিউল লিজা ও অ্যাডভোকেট তৌহিদা আক্তার খানম রাবেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ