• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম-৮ আসন উপ নির্বাচনে নোমানসহ ৩ জনের মনোনয়ন বৈধ, বাতিল ৩ জনের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

চট্টলবীর ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদসহ ৩ জনের মনোনয়ন বৈধ ও ঋণ খেলাপী ও এক শতাংশ ভোটারের তালিকায় সংশ্লিষ্ট ভোটারদের স্বাক্ষর না থাকায় ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদসহ ৩ জন চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। আজ বুধবার (২৯ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্মর্তা ও রিটার্নিং কর্মকর্মর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এই আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন।
বাতিল হওয়া ৩ জনের মধ্যে ঋণ খেলাপীর দায়ে ন্যাশনাল পিপলস পার্টির মো. কালাম পাশার মনোনয়ন বাতিল করা হয়েছে। ডাচ বাংলা ব্যাংকে ৪ লাখ ৮৫ হাজার টাকার ঋণ তিনি ২৭ তারিখ মনোনয়ন জমা দেয়ার পরদিন ২৮ মার্চ পরিশোধ করেছেন। এই কারনে তার মনোনয়ন বাতিল করা হয়।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্মর্তা ও রিটার্নিং কর্মকর্মর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, দুই স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম ও মীর মো.রমজান আলী তাদের ১ শতাংশ ভোটারের তালিকা জমা দিলেও ১ থেকে ১০ জন নিবার্চন কমিশনের যাচাইকারী ভোটারের স্বাক্ষর সঠিক পাওয়া যায়নি। এই কারণে এই দুইজনের মনোনয়ন বাতিল করা হয়। যাচাই বাছাইকালে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদসহ ৩ জনের মনোনয়ন বৈধ হয়েছে। উল্লেখ্য আগামী ২৭ এপ্রিল এই আসনের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ