স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার ইয়াবা উদ্ধারের মামলায় দুইজন আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৯ জুন সোমবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রিপন প্রকাশ লুৎফুর রহমান (১৯) ও জয়নাল (২০)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জানুয়ারি নগরের সদরঘাট থানাধীন হোটেল ডিলাইটের সামনে থেকে রিপন ও জয়নালকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল বন্দর সার্কেল। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় বন্দর সার্কেলের তৎকালীন সহকারী উপপরিদর্শক তুন্টমনি চাকমা বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন। আদালতে অভিযোগ পত্র জমা দিলে ২০২১ সালের ৯ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো.নোমান চৌধুরী বলেন, ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন ও জয়নালকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বর্তমানে আসামিরা জামিনে পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।