• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
  • [gtranslate]

পান বিক্রেতাকে পিটিয়ে মেরে লুকিয়ে ছিলেন বরিশালে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় মো. আলমগীর (৬০) নামে এক পান বিক্রেতাকে পিটিয়ে মারার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি এনামুল হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ২০ জুন মঙ্গলবার বরিশাল শহরের কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল নগরের উত্তর পতেঙ্গা থানা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকায় একটি খাবারের হোটেলের মালিক।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, গত ৮ জুন এনামুল ও তার দোকানের কর্মচারীদের পিটুনিতে আলমগীর মারা যান। তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার মো. হাসানের ছেলে। তবে তিনি উত্তর পতেঙ্গা চরপাড় আবদুস সালামের ভাড়া ঘরের দ্বিতীয় তলায় থাকতেন। তিনি একাই সেখানে থাকতেন এবং পতেঙ্গা এলাকায় ঘুরে ঘুরে পান-সিগারেট বিক্রি করতেন। ঘটনার দিন দুপুরে আলমগীরের বাসা সংলগ্ন ওয়াশরুম ব্যবহার করতে যান জহির উদ্দিন নামে আলমগীরের দোকানের কর্মচারী। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর জহির বিষয়টি এনামুলকে জানান। একপর্যায়ে এনামুল ও জহিরসহ কয়েকজনে মিলে ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে মারধর করেন। কোনোমতে আলমগীর বাসায় ঢুকে ফ্লোরে পড়ে যায়। পরে আলমগীর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পরদিন রাতে খাবারের দোকানি এনামুল ও তার কর্মচারী জহির উদ্দিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে আলমগীরের ছোট ভাই মো. সেকান্দর। মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত এনামুল পলাতক ছিলেন। তিনি বরিশালে লুকিয়ে আছেন এমন তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ