• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]

পটিয়ায় পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ জুন, ২০২৩

পটিয়া প্রতিনিধি : পটিয়ায় স্নান করতে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৬ জুন সোমবার সাড়ে ৬টার সময়ে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রুমা দে (৪৫)। তিনি পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে ‘র সহধর্মিণী।

জানা যায়, সোমবার আনুমানিক সাড়ে ৬টার সময়ে সুচক্রদন্ডী প্রাইমারি স্কুলের পাশে রাজন ডাক্তারের বাড়ির পিছনে নতুন পুকুরে স্নান করতে যান রুমা দে। এসময় মৃগী রোগাক্রান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে যান। তিনি পূর্ব থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। এসময় তাকে উদ্ধার করতে পটিয়া ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করেও ব্যর্থ হন। পরে চট্টগ্রাম শহরে ডুবুরি দলকে খবর দেয়া হয়। এসময় যৌথভাবে খোঁজ শুরু হলে পৌনে ৯টা নাগাদ তাকে উদ্ধার করা সম্ভব হয়। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে উদ্ধারকৃত মহিলাটি মৃগী রোগী ছিলেন। সাধারণত মৃগী রোগীদের পুকুরে গোসল করা নিষেধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ