স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র ঈদ উল আযহা’র শুভেচ্ছা পোঁছে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ ৩ জুলাই সোমবার সকালে তিনি ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের প্রতিটি অলিতে-গলিতে ঘুরে ঘুরে দলের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক কিছু সমস্যা সমাধান করেন। এসময় উপমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ১০০ পরিবার মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন। আমি তাঁর ঈদের শুভেচ্ছা নিয়ে আপনাদের কাছে এসেছি। তিনি সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি কিভাবে ভাবে করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যা কিছু করেছেন তা বাংলাদেশের ইতিহাসে কেউ করেনি। তিনি দেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন, উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। মেট্রোরেল, পদ্মাসেতু, কর্ণফুলী টানেল, ফোর লেন ও এইট লেনের রাস্তা করেছেন।বঙ্গবন্ধু কন্যা উপরে আপনাদের আস্থা রাখতে হবে। তিনি বা তার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
এসময় উপমন্ত্রী সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তারেক সর্দার, দিদারুল আলম, আকতার জামান, ফারুক জামান, রেজাউল করিম রাজু, জুবায়ের কাকী, আশরাফ উদ্দিন সিদ্দিকী জাগির, ছট্টু, মাসুদ আহমেদ, বাবলু, সাবেক ছাএনেতা কামরুল হক, সাইফুল ইসলাম, মোঃ ইউনুছ, জসীম উদ্দীন, নিয়াজ মোর্শেদ, শাহ আলম জুয়েল, গিয়াস উদ্দিন (জেবিন), সালাউদ্দিন, রনি, রুবেল, তাসিন, সাজ্জাদ, পিন্টু, কোতোয়ালি থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, ইরফান উদ্দিন, সাইফুদ্দিন মানিক, তানভীর ইমরুল,শাহাদুল আলম জুয়েল প্রমুখ।