স্টাফ রিপোর্টার : রাউজানে আতœীয়ের বিয়ের বাজার করতে শহরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার সাভিসের এক কর্মীসহ দুইজন প্রাণ হারিয়েছেন। ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার রাউজানের উরকিরচর বৈজ্জাখালী গেটে কাপ্তাই সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী দলই বাড়ির মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (২৮) ও রাঙ্গুনিয়া উপজেলার বুড়ির দোকান এলাকার দোলন তালুকদারের ছেলে অন্তু তালুকদার (২৮)।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোটরসাইকেল আরোহী দুজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।