• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম ১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর ঘটনায় মামলা, গ্রেফতার ২৫

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার : বিএনপির পদযাত্রা থেকে চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে। আওয়ামী লীগের কর্মী আরিফুল ইসলাম বাদী হয়ে করা মামলায় নগর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

অপরদিকে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ খান বাদী হয়ে করা মামলায় ৪৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়। আসামিরা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। ১৯ জুলাই বুধবার রাতে নগরের খুলশী থানায় মামলা দুইটি করা হয়।

পুলিশের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা লাঠিসোঁটা, ইটপাটকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে সড়কে যান চলাচল ও পুলিশকে সরকারি কাজে বাধা দেয়। তাদের হামলায় খুলশী থানার পুলিশের এসআই জামাল উদ্দিন, এএসআই রাজেশ বড়ুয়া, কনস্টেবল এনামুল হক, মেজবাহ উদ্দিন আহত হন।

দুই মামলার বিষয়টি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ভিডিও ফুটেজ দেখে জড়িত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। গত ১৯ জুলাই বুধবার বিকেলে পদযাত্রা শেষে ফেরার পথে বিকালে বিএনপিকর্মীরা নগরীর লালখান বাজার এলাকায় চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়। এতে আওয়ামী লীগের ১৯ জন আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ