• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

শপথ নিলেন চট্টগ্রাম-১০ থেকে উপ-নির্বাচনে জয়ী মহিউদ্দিন বাচ্চু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

স্টাফ রিপোর্টার : শপথ নিয়েছেন চট্টগ্রাম-১০ থেকে উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। ৬ আগস্ট রোববার সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চুসহ নেত্রকোনা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে শপথবাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু ও নবনির্বাচিত সংসদ সদস্য সাজ্জাদুল হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ