• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফটিকছড়ির বাগানবাজারে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম ফটিকছড়ির বাগানবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ১টি ফার্মেসি, ২টি কুলি কর্ণার, ১টি সেলুনের দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। ১৪ জানুয়ারি রোববার দিনগত রাত আড়াইটার উপজেলার ১নং বাগানবাজার ইউপির আঁধার মানিক রাস্তার মাথায় মসজিদ মার্কেটে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিস এবং দাঁতমারা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছেন রামগড় ফায়ার স্টেশন। ঘটনাস্থলের পার্শ্ববর্তী বাসিন্দারা জানিয়েছেন, ধ্যরাতে হঠাৎ আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস এবং পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪টি দোকান পুরো পুঁড়ে গেছে। জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ