স্টাফ রিপোর্টার: নগরীর পতেঙ্গা থানার স্টিল মিল এলাকায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. জাফর ইকবাল জসিম (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ জানুয়ারি সোমবার ভোরে পতেঙ্গা থানার স্টিল মিল হাউজিং কলোনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর ইকবাল জসিম নোয়াখালী জেলার চাটখিল থানার পাওড়া পাটোয়ারী বাড়ির মৃত জাকারিয়ার ছেলে। তিনি ওই এলাকার একটি ভবনে ভাড়ায় থাকেন। এছাড়া ওই এলাকায় অবস্থিত চট্টগ্রাম বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে তিনি শিক্ষকতা করতেন। পুলিশ জানায়, হাউজিং কলোনী এলাকায় সারাদিনের একটি বিশেষায়িত স্কুলে ভিকটিম পঞ্চম শ্রেণিতে পড়ে। গত ৯ জানুয়ারি বিদ্যালয়ের বিশ্রামকক্ষে শিশুটিকে ধর্ষণ করেন জসিম। এরপর টানা তিনদিন একইভাবে জসিম শিশুটিকে ধর্ষণ করেন। পরবর্তীতে গতকাল রবিবার শিশুটির মা এই বিষয়ে জানতে পারেন। তার বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, শিশুটির মায়ের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।