• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ফটিকছড়িতে চারদিনের পৌষ মেলা শুরু চলবে বৃহস্পতিবার পর্যন্ত

অনলাইন ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের ফটিকছড়িতে চারদিনের পৌষ মেলা শুরু হয়েছে। পৌষ মেলায় রয়েছে ঐতিহ্যবাহী বলিখেলাসহ সাইকেল শোভাযাত্রা, পিঠা উৎসব, কবিগানের লড়াইসহ নানা আয়োজন। ফটিকছড়ির উপজেলার বারমাসিয়ায় তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৫ জানুয়ারি সোমবার ৪দিন ব্যাপী পৌষ মেলার উদ্বোধন করা হয়। মেলা শেষ হবে আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা বলেন,২০১০ সালে বাল্য বিবাহ বিরোধী আন্দোলন সূচনা হয়েছে আমার হাত দিয়ে। সে সময়ে আমি সেনবাগের ইউএনও ছিলাম। তখন শুরু করেছি, এটার সুফল এখন আমরা পাচ্ছি। সচেতন মা হিসেবে গড়ে তুলতে হলে বাল্য বিবাহের মত এসব অপতৎপরতা থেকে অভিভাবকদের দূরে থাকতে হবে। গতকাল সোমবার ফাউন্ডেশনের সভাপতি এ.এস.এম কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাউসার বেগম স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান সালামত উল্লাহ চৌধুরী শাহীন, ভূজপুর থানার ওসি মো.কামরুজ্জামান, মেলা পরিচালনা কমিটির আহবায়ক মো.সুজাউদ্দীন জাফর, ইউপি চেয়ারম্যান মো.আবু জাফর মাহমুদ, ইউপি চেয়ারম্যান মো.ইকবাল হোসেন, শমশের শরীফ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো.আনোয়ার হোসেন, মো.সাইফুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ