স্টাফ রিপোর্টার: আনুষ্ঠানিকভাবে নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছে চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাব। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সভা কক্ষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালের প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন। বার্ষিক ক্যালেন্ডার ২০২৪ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান ও মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই নাগরিক কমিটির মহাসচিব ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, গ্রীণ মিরসরাইয়ের সমন্বয়ক তরুণ উদ্যোক্তা রিয়াজ বিন আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল হক সিরাজী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, কার্যনির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার সম্পাদক সাদমান সময়,সাহিত্য সম্পাদক শাহ আব্দুল্লাহ আল রাহাত,সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ,দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক সাফায়েত মেহেদী।