• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

হালদা নদীর পাড় কেটে মাটি পাচার, ড্রেজার মেশিন ও ট্রাক জব্দ

অনলাইন ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার, ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড় কেটে মাটি পাচারের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ১৭ জানুয়ারী বুধবার বিকালে উপজেলার নাজিরহাট পৌরসভা ও হারুয়ালছড়ি ইউনিয়নে মোবাইল কোর্টের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ ঘাট এলাকা হতে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র হালদা নদীর পাড় কেটে মাটি পাচার করে আসছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাটি বহন কাজে নিয়োজিত একটি ডাম ট্রাক জব্দ করতে সক্ষম হলেও জড়িতরা পালিযে যায়। এব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, হালদা রক্ষাতে প্রশাসন জিরো টলারেন্সে। এ নদী থেকে বালু – মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ