• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাঁতমারা ইসলামপুরকে মাদকমুক্ত করার ঘোষনা দিলেন এমপি সনি

অনলাইন ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি থেকে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি দাঁতমারা ইউনিয়নের ইসলামপুরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি ২০ জানুয়ারি শনিবার সকালে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে নির্বাচন পরবর্তী ঘুরে ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ষড়যন্ত্রমুলক মামলায় আটক ইসলামপুরের রাসেলকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে তাকে মুক্ত করে আনবেন বলে প্রতিশ্রুতি দেন তার পরিবারকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজযী হয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি নির্বাচনি এলাকা উত্তর ফটিকছড়ির ২ নং দাঁতমারা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, মাদকব্যবসায়ীরা সমাজের শত্রু ও তাদের প্রতিহত করবেন। এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ