স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। ২১ জানুয়ারি রবিবার দুপুর ১২টার দিকে আটক করা হয়। তারা হলেন রফিক (৩৫) ও মো. মনসুর (৩৫)। এরমধ্যে রফিক চট্টগ্রামের চন্দনাইশের সৈয়দ মাস্টারের বাড়ির মৃত হাছি মিয়ার ছেলে এবং মনসুর চট্টগ্রাম নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। তারা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ করছিল। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।