• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]

চট্টগ্রাম সিটির ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিমকে বরখাস্ত

অনলাইন ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার (২৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুর রাফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার প্রায় পাঁচ মাস পর এ কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মন্ত্রণালয়। বরখাস্তের ওই প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২(১) অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৬ জানুয়ারি আকবর শাহ এলাকায় পাহাড় কাটা ও ভরাটের স্থান পরিদর্শনে যান রিজওয়ানা হাসান ও তার দল। এসময় কাউন্সিলর জসিমের লোকজন তাঁকে বাধা দেয় এবং একপর্যায়ে তাদের হয়রানি শুরু করে। এ ঘটনায় রিজওয়ানা হাসান বাদী হয়ে বাধা ও হুমকি দেওয়া ও গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারার অভিযোগে আকবর শাহ থানায় ওয়ার্ড কাউন্সিলর জসিমসহ ৬ জনকে আসামি করে মামলা করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা গত বছরের ১২ জুন ছয়জনকে আসামি করে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। পরবর্তীতে আদালতে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ